পাগলাপীরে লেবুর হালি এখন ৬০ টাকা

আব্দুর রহিম পাগলাপীর রংপুর:
পবিত্র মাহে রমজানকে ঘেরে প্রথম রোজা থেকে রংপুর সদর উপজেলার, পাগলাপীর নামাবাজার,হরকলি হাট, মুন্সিরহাট, পানবাজার, নাহিড়হাট, পালিচড়া বাজার, শলেয়শাহ বাজার, গঞ্জিপুর বাজার ও শিবের বাজার সহ সদর উপজেলা বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে লেবুর হালি ৬০টাকা দরে৷ প্রতি পিস লেবু ১৫ টাকায় কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন৷ এদিকে ব্যবসায়ীরা বলতেছেন যে এখন লেবুর সিজন না, তাই আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে৷ গতকাল রবিবার রংপুর সদর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় প্রায় সব সবজির দোকানে সাজানো আছে লেবু৷ রমজান মাসে ইফতারের সময় রোজাদারদের বেশি পছন্দ হলো লেবুর শরবত৷ এই সুযোগে দাম হাঁটিয়ে নিচ্ছেন ব্যবসায়ী সহ কৃষকরা৷ এদিকে প্রতিটি ব্যবসায়ী রমজান মাসের আগে লেবুর হালি ২০ টাকা দরে বিক্রি করতেন এখন রমজান মাস বলে তারা বিক্রি করতেছেন লেবু ৬০টাকা হালি দরে৷ পাগলাপীর বাজারে লেবু কিনতে আসা সুমন ও রাসেল বলেন রমজান মাসে ইফতারের সময় লেবুর রস দিয়ে শরবত খেতে খুবই জরুরী৷ কয়েকদিনের ব্যবধানে বেড়েছে লেবুর দিগুন দাম৷ রমজান মাসে লেবু কিনতে এসে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ ক্রেতারা৷