রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে সেমাই তৈরীর কারখানায় অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
এনএসআই এর তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে নগরীর মাহিগঞ্জ ও তাজহাট এলাকায় । এ সময় তারা দু’টি অবৈধ সেমাই তৈরীর কারখানায় নিম্নমানের সেমাই প্রস্তুত ও মজুদ অবস্থায় দেখতে পায়।
রোববার দুপুরে এই অভিযান জেলা এনএসআই রংপুর জেলার কমূকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্র ও আনসারসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকা অবস্থায় অভিযান চালানো হয়।
এসময় কারখানা দু’টিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সেমাই প্রস্তুত করতে দেখা যায়। এছাড়াও কারখানার অনুমতির বৈধ্য কাগজ, পরিবেশ অধিদপ্তরের অনুমতিসহ ট্রেড লইসেন্স ছিল না। এই অভিযোগে তাজহাট এলাকায় প্রাইড ফুড প্রোডাক্ট মালিকের ২০হাজার টাকা ও মাহিগঞ্জ বাবা বেকারি(নিউ মাইশা ফুড) এর মালিকের ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের র রংপুর বিভাগের উপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা লোকামান হোসেন।