৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

পলাশবাড়ীর জাকারিয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে বগুড়ায় আটক

আমাদের প্রতিদিন
1 week ago
162


বায়োজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

বগুড়ায় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে বিভিন্ন এলাকায় প্রতারনা, চাঁদাবাজি ও দোকান থেকে বাকীতে মালামাল  নেওয়ার সঙ্গে জড়িত থাকায় জাকারিয়া সরকার (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ মার্চ)বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা  তাকে নারুলী পশ্চিমপাড়া থেকে পোশাক পরিহিত অবস্থায় আটক করেন।নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক জাকারিয়া সরকার (২৮)গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের প্রজাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

প্রতারক জাকারিয়া  নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয়ে  প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাসা-বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।  জাকারিয়া পুলিশের পোশাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন।

এছাড়াও আশপাশের দোকানে বাকিতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য নিলেও মূল্য পরিশোধ করেননা। দোকানি টাকা চাইলে তিনি বলেন, এখন পুলিশ ফাঁড়িতে কাজে আছি পরে পরিশোধ করবো।

এভাবে বেশ কয়েকটি দোকানে তার ১৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাকিতে পণ্য নেওয়া আছে। সম্প্রতি তিনি শহরের সেউজগাড়ি এলাকায় বাসা ভাড়া নেন।

এদিকে ভুক্তভোগীরা সম্প্রতি নারুলী পুলিশ ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ জাকারিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে জাকারিয়াকে শনাক্ত করতে পারেননি।

জাকারিয়া রববার (৯মার্চ) বিকেলে  সাবেক ভাড়া বাড়ী নারুলী পশ্চিমপাড়া মতিয়ার রহমানের বাড়িতে আসেন।এ সময় তার পরনে পুলিশের সাব-ইন্সপেক্টরের শার্ট ও প্যান্ট ও ব্যাগে জুতা এবং ক্যাপ ছিল। নারুলী ফাঁড়ির পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত ঘটনা গিয়ে প্রতারক জাকারিয়া সরকারকে হাতেনাতে আটক করেন।  জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে নারুলী পুলিশ ফাঁড়িতে আনা হয়।

বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী জাকারিয়া সরকারকে তার পোশাক সংগ্রহ ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth