৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
40


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগা নিয়ে রংপুরের তারাগঞ্জে“ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ সোমবার (১০ মার্চ) সকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য ও যোেগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবণী ধারণা উপস্থাপন প্রতিযোগীতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহিনুর রহমান শাহিন। অনুষ্ঠানে আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম স্থান অধিকার করেন তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেন তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেন তারাগঞ্জ কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth