বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার শহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের চত্বর হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।