৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

ফুলবাড়ীতে নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

1 week ago
146


আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ছাত্রদলের আয়োজনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও শারিরীক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনের ওই কলেজের মুল ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকার, ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক মিলন মিয়া, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

ছাত্রদলের কর্মীরা ঘন্টা ব্যাপী মানববন্ধনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণকারীর ফাঁসির দাবিও জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth