পীরগঞ্জে বাঁশঝাড় নিয়ে সংঘর্ষের আশঙ্কা

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে চতরায় একটি বাঁশঝাড় নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা। ৯০ হাজার টাকার বাঁশ কর্তনের অভিযোগ।
সোমবারে ঘটনাটি ঘটেছে উপজেলার বড় ভগবানপুর গ্রামের হিন্দু পাড়াতে। মঅভিযোগ সূত্রে জানাযায়, বড় ভগবানপুর গ্রামের মৃত ভোলানাথ চন্দ্র বর্মনে ছেলে পবিত্র চন্দ্র ও বিনদ চন্দ্র একই মৌজার জে,এল নং ৩৫৬ খতিয়ান নং ৪০১৭, ২৫৫৪ দাগে ২৬ শতক জমিতে বাঁশঝাড় লাগিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে। একই গ্রামের মৃত নগেন চন্দ্র বর্মনের ছেলে সন্তোষ চন্দ্র বর্মন, সতীশ চন্দ্র বর্মনের ছেলে বিষ্ণু চন্দ্র এবং ওপিন বর্মনের ছেলে মিনু চন্দ্রসহ ৯০ হাজার টাকার বাঁশ অই জমি থেকে
জোরপূর্বক ভাবে কর্তন করে।
স্থানীয়রা জানান, জমাজমি নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো, এ বিষয়টি এলাকায় প্রতিবেশীরা ফয়সালার দোরগোড়ায় পৌঁছিলে হঠাৎ বাঁশ কাটার বিষয় নিয়ে আবার তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।
সন্তোষ চন্দ্র বর্মনের অর্থ সম্পদ বেশি থাকার সুবাদে তিনি হিন্দু পাড়ায় দাপট নিয়ে চলাফেরা করে এছাড়াও গরিব অসহায়দের কে তিনি মূল্যায়ন করেন না। এলাকার গরিব ও অসহায়দের জমি জোরপূর্বক ভাবে চাষাবাদ করে থাকেন অথচ তার কোনো কাগজপত্র নেই বলে একটি সূত্র দাবি করেন।
অভিযোগকারী পবিত্র চন্দ্র বর্মন জানান, পৈত্রিক জমিতে বাঁশের ঝাড় রয়েছে সেই জমির জোরপূর্বক ভাবে সন্তোষ চন্দ্র বর্মনসহ অনেকে বাঁশ কেটে সাবাড় করে। আমি বাড়িতে না থাকার কারনে তারা এ কাজটি করেছে। আমার পরিবারের লোকজন বাঁশ কাটা কাজে বাধা দিলে তাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে হুমকি দেয়। যে কারনে আমি আইনের আশ্রয় নিয়েছি।
পীরগঞ্জ থানায় ওসি এমএ ফারুক মিয়ার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।