৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 week ago
20


মহানগর প্রতিবেদক:

প্রতিবাদ হোক সহিংসতার নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে মানববন্ধন সমাবেশ ও র‌্যালীর আয়োজন করে।  সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন, পরে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের নিকট বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে একটি দাবিনামা পেশ করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আর লীনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, সহ সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রিতা সরকার, আন্দোলন সম্পাদক ফারজানা সরকারসহ জেলা শাখার সদস্য এবং তৃণমূলের সংগঠকবৃন্দ। উক্ত সমাবেশ এবং র‌্যালির সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছিলেন সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শাহাদাত হোসেন, সামাজিক সংগঠন মাপা আহবায়ক এডভোকেট মুনীর চৌধুরী, নারী নেত্রী ও লেখক ডঃ নাসিমা আক্তার, সুজন এর খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, স্বর্ণ নারী এসোসিয়েশন মঞ্জুশ্রী সাহা, নাগরিক উদ্যোগ শিল্পী সরকারসহ সুশীল সমাজের অনেকে। সমাবেশে বক্তারা বলেন নারীর উপর চলমান সহিংসতা বন্ধ করতে হলে দ্রুততম আইনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের সংস্কার করতে হবে।বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth