পাঁচ দফা দাবিতে রংপুরে চিকিৎসক সমাজের সংবাদ সম্মেলন

মহানগর প্রতিবেদক:
ম্যাটস শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে চিকিৎসক সমাজ। সোমবার (১০ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় অবস্থিত হলরুমে সকল সাধারন শিক্ষার্থী এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সাধারণ মানুষকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করতে ও স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ এবং সারাদেশের মেডিকেল স্টুডেন্টরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিগত কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। চিকিৎসকদের সেই যৌক্তিক পাঁচ দফা দাবি নিম্নরূপঃ
১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে “ডিপ্লোমা চিকিৎসক” নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই।
২. “রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবে না” এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল আসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।
৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চিকিৎসক মহল কর্তৃক উত্থাপিত উপরোক্ত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। অন্যথায় ডাক্তার সমাজ আগামীদিনে আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু জাহিদ বসুনিয়া, ট্রেইনি (মেডিসিন) এফসিপিএস পার্ট-২ ডাঃ তাসকিন বিন মাহমুদ, ট্রেইনি (সার্জারী) এফসিপিএস পার্ট-২ ডাঃ ফরহাদ আখতার, ইন্টার্ন চিকিৎসক ডাঃ আবু রায়হান, শিক্ষার্থী ৫ম বর্ষ মরিয়ম মেহনাজ, শিক্ষার্থী ৪র্থ বর্ষ শাহ্ মুহাঃ মুজতাহিদ মুমিন এ সময় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবির প্রতি ঐক্যমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে অংশ নেয়।