৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

শিক্ষক-সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ! ১০ বছর আগের ঘটনায় নতুন মোড়

আমাদের প্রতিদিন
1 week ago
38


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আলোচিত সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশুর পক্ষ থেকে শিক্ষক ও সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১০ মার্চ) রাজশাহী জজ কোর্টের আইনজীবী মো. নাজবুল ইসলাম এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন— ডিবিসি নিউজের প্রধান সম্পাদক লোটন একরাম, রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, মাছরাঙা টেলিভিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান সম্পাদক, রাজশাহীর স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী, মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, রাবির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদ, রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুর রহিম, প্রিয়জন টিভির সম্পাদক ও প্রকাশক ডা. নাজিব ওয়াদুদ এবং প্রতিষ্ঠানটির ডিজিটাল প্রতিবেদক।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো একটি প্রতিবেদনে জি. কে. এম. মেশকাত চৌধুরীসহ কয়েকজনকে ‘চাঁদাবাজ’ হিসেবে চিত্রিত করে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি অপমানিত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ১৫ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষমা চাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট গণমাধ্যমে সংবাদ বুলেটিন আকারে প্রচার করতে হবে।

২৫ ফেব্রুয়ারি ২০১৫—রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে একটি বৈঠকের সময় চার সমন্বয়ক সেখানে গেলে, কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের ‘চাঁদাবাজ’ বলে চিৎকার শুরু করেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, সেনাবাহিনী ও পুলিশের কুইক রেসপন্স টিম (সিআরটি) ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর তাদের উদ্ধার করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth