সারাদেশে ধর্ষণের প্রতিবাদে গঙ্গাচড়ায় প্রতিবাদ মিছিল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
দেশের চলমান ধর্ষনের বিরুদ্ধে এবং ধর্ষনকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে। সোমবার বিকালে গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সভা করে তাঁরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট ।
তারা বলেন, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, একটা একটা ধর্ষক ধর-ধইরা ধইরা জবাই কর’, ‘দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’