২শ ২৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় হত্যা মামলা

হত্যাকান্ডের ১২ বছর পর
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে ২শ ২৪ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায়ের দিনে মিঠাপুকুরে হত্যাকান্ডের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি হত্যাকান্ডের শিকার শেখ আশিকুর রহমানের পিতা আফতাব উদ্দিন। তিনি ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর মহুরীপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে মিঠাপুকুরে উত্তপ্ত হয়ে ওঠে জামায়াত নেতৃবৃন্দ। সেদিন তারা ডিসির মোড়, মিঠাপুকুর বাজার ও ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ, বিজেপির সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে নিহত হন সাত জন জামায়াত কর্মী। এই ঘটনার ১২ বছর পর ৮ ফেব্রুয়ারি/২৫ মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেদিন সে হত্যাকাণ্ডের শিকার শেখ আশিকুর রহমানের পিতা আফতাব উদ্দিন।
এই মামলায় মিঠাপুকুরের সাবেক সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার, আ'লীগ নেতা কামরুজ্জামান কামরু, মোজাম্মেল হক মিন্টু মিয়া, আনোয়ার সাদাৎ লিমনসহ ২শ ২৪ জনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মাওলানা এনামুল হক বলেন, সেদিনের হত্যাকাণ্ডের শিকার আশিকুর রহমানের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানা একটি মামলা দায়ের করেছেন। এ মামলার সঙ্গে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই। মূলত হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির পিতা মামলাটি করেছেন।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ২০১৩ সালের ঘটনায় আফতাব উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। এটি মিঠাপুকুর থানায় রেকর্ডভুক্ত করা হয়েছে।