তারাগঞ্জে বাঁশঝাঁড় থেকে ক্ষত বিক্ষত নবজাতকের লাশ উদ্ধারের পর দাফন সম্পূর্ন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জের ইকরচালিতে বাঁশঝাড় থেকে একদিন বয়সি নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে দাফন সম্পূর্ন করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ইকরচালি জগদীসপুর কসাইপাড়া গ্রামের ধনদ্দি ইসলামের বাঁশঝাড় থেকে সদস্য একদিন বয়সি নবজাতক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানাগেছে, ওইদিন দুপুরের ওই বাঁশঝাড় এলাকা থেকে গন্ধ পেয়ে স্থানীয় লোকজন খোঁজ করতে গিয়ে দেখেন অর্ধগলিত মেয়ে নবজাতকের লাশ পড়ে আছে। নবজাতক শিশুটির হাত-পা কুকুর-শিয়াল খেয়েছে। পড়ে স্থাণীয়রা নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে জগদীসপুর কবরস্থানে দাফন করেন। নাম প্রকাশ করার না শর্তে স্থাণীয় বেশ কয়েকজন জানান, এলাকার যে কারো নবজাতক শিশুটি পাপের ফসল । ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম জানান, নবজাতক শিশুটির লাশ দাফন সম্পূর্ন হওয়ার পরে জানতে পারায় কোন পদক্ষেপ নিতে পারিনি।