৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

গঙ্গাচড়ায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আমাদের প্রতিদিন
6 days ago
272


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।  মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়ার আদেশ দেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। ভাটাগুলো হলো উপজেলার বড়বিল ইউনিয়নের হল এবিসি ব্রিকস, এমভিবি ব্রিকস। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

এসময় রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (অফিস প্রধান) কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনার কাজে সহায়তা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী বলেন, পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের সব অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দিয়েছে। এ কারণে অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে ব্যবস্থা নেয়া হলো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth