রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সভা ও নির্বাচনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সভা ও নির্বাচনের দাবীতে সাধারন শ্রমিকরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। গতকাল মঙ্গলবার নগরীর কাচারী বাজার ডিসি অফিসের সামনে শ্রমিক নেতারা বিভিন্ন দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়নে সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ নুরু, সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান টিটু, বর্তমান রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান মজনু, প্রচার সম্পাদক ও শ্রমিক কল্যাণ সম্পাদক শামীম আহম্মেদ, সদস্য আরমান, রোস্তম আলী, শ্রমিক নেতা নুর আলম প্রমুখ। বক্তারা বলেন ছাত্র-জনতার আন্দোলনে দেশের সকল পর্যায়ে বিভিন্ন সংগঠনের কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাই রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কমিটি না থাকার কারণে শ্রমিকদের কল্যাণে শ্রমিক ইউনিয়নের কোন কাজে লাগছেনা। তাই জরুরী ভিত্তিতে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে সময় ও তারিখ ঘোষণার দাবী জানানো হয়।