৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
5 days ago
30


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিট এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশবাড়ীর আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা বুধবার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সুফল ও কুফল সম্পর্কে ধারণা দিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গোলেনুর, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, স্বাস্থ্য পরিদর্শক আফরোজা খানম, সাংবাদিক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আনোয়ার হোসেন। আগামী ১৫ মার্চ পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের ২১৬ টি ক্যাম্পে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে ডাক্তার, নার্স, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি স্বাস্থ্য কর্মী ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth