বিরামপুরে শিশু ধর্ষক গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর থানা পুলিশ এক শিশু ধর্ষককে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার (১২ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। থানার মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত: আইয়ুব আলীর ছেলে মমিনুল ইসলাম (৫৪) মঙ্গলবার (১১ মার্চ) সন্ধায় প্রতিবেশি ৭ বছর বয়সী দুই কন্যা শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। মমিনুল তার নিজ ঘরে এক শিশুকে ধর্ষনের চেষ্টা করলে দুই শিশুই চিৎকার করতে থাকে। ঘটনা জানাজানি হলে মমিনুল সটকে পড়ে। থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ধর্ষক মমিনুলকে গ্রেফতার করেছে এবং দুই শিশুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং গ্রেফতার আসামীকে বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।