৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বিরলে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আমাদের প্রতিদিন
1 week ago
41


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল পৌরসভার ৫ নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিরল মাড়পুকুর মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ও পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিরল পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অবঃ) মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুল হক হিরা, ইস্কান্দার হাসান, সাংগঠনিক সম্পাদক আল মামুন রশিদ রাজু, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, অধ্যক্ষ (অবঃ) মোঃ কামরুজ্জামান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হান্নান, যুবনেতা আসাদুল ইসলাম, নুরল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ উসমান আলী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth