বদরগঞ্জে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ২৫০ দুস্থ্য পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে তুরস্ক সরকারের পক্ষে বেসরকারি ‘টিকা’ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল বুধবার উপজেলার রামনাথপুর ইউনিয়রে ট্যাক্সেরহাট আল আমিন মাদ্রাসা সংলগ্ন মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর প্যাকেজের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও বালাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান খান, মেনহাজুল ইসলাম, শামসুল হকসহ স্বেচ্ছাসেবীরা।
মাওলানা আব্দুল হান্নান খান বলেন, এমন মহৎ কাজে অংশ নিয়ে গর্ববোধ করছি। আশা করি, তুরস্কভিত্তিক সংস্থা ‘টিকা’ আগামী দিনেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।