জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা ও মহানগর শাখার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
মাগুরায় ৩য় শ্রেনীর ছাত্রী অছিয়াকে ধর্ষণের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা ও মহানগর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়। (১২ মার্চ) বুধবার বেলা ১২টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা শাখার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা, জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আরজান বেগম, জাতীয়তাবাদী মহিলা দল রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রওশন আরা রত্না. সহ সভাপতি মমতাজ বেগম রানী, মহানগর মহিলা দলের সহ- সভাপতি জোবেদা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মহানগর মহিলা দল , সহ সাংগঠনিক কানিজ ফাতেমা পারুল, সহ সম্পাদক মাহবুবা খান সহ জেলা ও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।