সদর জামায়াত ইসলামীর আয়োজনে সাংবাদিক ও পেশাজীবী নিয়ে ইফতার মাহফিল

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর সদর উপজেলা জামায়াত ইসলামীর অফিসে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী ভাইদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর সদর উপজেলার (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম৷বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখার প্রচার ও মিডিয়া পেশাজীবী বিভাগের (সভাপতি) মুহাম্মদ রায়হান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া পেশাজীবী বিভাগের সেক্রেটারি শাহাদাত মাজেদী, রংপুর সদর উপজেলার জামায়াত ইসলামীর (সেক্রেটারী) মাওলানা মোঃ আব্দুল কাদের রংপুর সদর উপজেলার আদর্শ শিক্ষক ফেডারেশননের সভাপতি ও ২ নং হরিদেবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ হাদিউজ্জামান৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ২নং হরিদেবপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর (সেক্রেটারী) আসাফ উদ দৌলা লিপ্টন৷ ইফতার মাহফিল অনুষ্ঠানে জামায়াত ইসলামীর রংপুর সদর উপজেলার (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম বলেন, "সাংবাদিকতা সমাজের দর্পণ। একটি জাতির অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। রমজান আমাদের শুধু সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর শক্তিও জোগায়৷
সদর জামায়াত ইসলামীর (সেক্রেটারী) মাওলানা মোঃ আব্দুল কাদের বলেন,বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির দিন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা রাখতে প্রয়োজন।সভা শেষে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।