হিলিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৬মাস থেকে ৫৯ মাস বয়সী কোন শিশুই যেন এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম থেকে বাদ না পরে সেদিকে খেয়াল রাখার কথা জানানো হয়। উপজেলায় অস্থায়ী ও স্থায়ী মিলিয়ে মোট ৯৭টি কেন্দ্রে ৬মাস থেকে ১১মাস বয়সী ১হাজার ২১০জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ১০হাজার ৬০জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ এর সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।