১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

কুড়িগ্রামে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন প্রশাসন

1 month ago
114


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে ড্রেজার মেশিন  দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে  পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর  ফসলী জমি ও কয়েকটি ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। পরে আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ফুলকুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth