ফুলবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত -১০

ভিজিএফের তালিকায় নাম অর্ন্তভূক্ত করাকে কেন্দ্র করে
আঞ্চলিক প্রতিনিধি:
ভিজিএফের তালিকায় নাম অর্ন্তভূক্ত করাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে ফুলবাড়ী ও কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষে বড়ভিটা বাজারের আশ পাশে এলাকায় আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ ।
ঘটনাটি ঘটেছে রোবাবার সন্ধ্যার সময় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে। এ সময় তাড়াতাড়ি করে দোকানপাঠ বন্ধ করেন মালিকরা। পরে পুলিশ ঘটনাস্থনে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রন নিয়ে আসে। অপর দিকে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় আহত হয়েছেন বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল (৪৬), হাফিজুর রহমান (৪২), মুসা মিয়া (২৭), শাহারুল ইসলাম (৩০), মোকছেদুল হক (২৩) রাজু মিয়া (২৩) হাবিবুর রহমান হাসু (২৮) জিয়াউল হক (২৫) আতিকুল ইসলাম (২৮) লাইম (৩০)। তাদের সবার বাড়ী উপজেলার বড়ভিটা ও চন্দ্রখানা গ্রামে। এদের মধ্যে আব্দুল জলিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে মামলা থাকায় দীর্ঘদিন ধরে কৌশলে পরিষদ চালিয়ে আসছে। এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে বড়ভিটা ইউনিয়নে ভিজিএফ ৬ হাজার ৩৭৫ উপকার ভোগির ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। সেই মোতাবেক ওই তালিকায় প্রস্তুতি নেয় সংশ্লিষ্টরা। এ নিয়ে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদারের নের্তৃত্বে তার নেতাকর্মীরা জড়ো হয়ে চেয়ারম্যানের উপস্থিততে ভিজিএফের চাল বিতরণে দাবী জানান। কিন্তু চেয়ারম্যান অফিসে না আসায় তারা পরিষদের সচিবকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি জানার জন্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলামের নের্তৃত্বে কয়েকজন নেতাকর্মী ইউনিয়ন বিএনপি পার্টি অফিসে বসেন। এরই মধ্যে অফিসের বাইরে থাকা বিএনপি’র নেতাকর্মি ও বাদল সর্দ্দারের গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মারামারির ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের ১০ জন আহত হন।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের সচিব বাবুল হোসেন জানান,কয়েকজন বিএনপি নেতাকর্মী এসে ভিজিএফের তালিকায় নাম দেওয়ার দাবী জানান। কিন্তু চেয়ারম্যান উপিস্থত না থাকায় আমাকে ভয়ভীতি দেখিয়ে অফিস থেকে বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, বর্তমানে উপজেলা কমিটি নেই। জেলা বিএনপিকে ঘটনাটি জানানো হয়েছেন।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি নজির হোসেন জানান বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদারসহ তার লোকজন ভিজিএফের চাল ভাগ নেওয়ার জন্য পরিষদে গিয়েছে। পরে আমার ছেলে সেখানে গেলে তার সঙে থাকা লোকজনের হামলা করা হয়। এতে অনেকেই আহত হয়েছেন।
বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদার জানান, ভিজিএফের চাল ভাগ নেওয়ার জন্য যাওয়া হয়নি। আমরা চেয়ারম্যানের উপস্থিততে চাল বিতরণের জন্য দাবী জানাতে গিয়েছি। কিন্তু বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা করেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।