বেরোবি কর্মকর্তা রেজাউল করিম শাহ্’র মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

মহানগর প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অডিট সেল) মোঃ রেজাউল করিম শাহ্’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তুপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোঃ রেজাউল করিম শাহ্ রবিবার (১৬ মার্চ, ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টায় রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনী জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অডিট সেল) মোঃ রেজাউল করিম শাহ্’র মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ জামান।