হিলিতে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে ব্লাকআউট, আলোচনাসভা ও শিশু কিশোরদের চিত্রাংকন কবিতা আবৃত্তি প্রতিযোগীতার মাধ্যমে দিবসটি পালনের সিন্ধান্ত হয়। এছাড়া সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী, ফুল দিয়ে শ্রুদ্ধা নিবেদন,জাতীয় পতাকা উত্তোলন, সীমিত পরিসরে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া খায়েরের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের সিন্ধান্ত গৃহিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম,পৌরবিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞাসহ অনেকে।