৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

কৃষকের জমির ১২০ মন গম চুরির অভিযোগ

আমাদের প্রতিদিন
1 month ago
118


রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বাগমারা এলাকার আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম গং এর জমি থেকে ১২০ মন গম কেটে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় আজ সোমবার (১৭ মার্চ) রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। এ ছাড়াও চিলমারী উপজেলার ঢুষমারা থানায় একই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগে জানা যায়, চিলমারী উপজেলার কালিকাপুর মৌজায় মোট জমি ৫ একর ২৯ শতাংশ জমি পৈত্রিক সুত্রে ভোগ দখল করে আসছিল আব্দুস সালামের পুত্র কৃষক সাইফুল ইসলাম গং।

গত ১৩’ মার্চ সাইফুল ইসলাম গং এর জমির গম কেটে বিবাদী তাইজুদ্দিন গং সহ তার দলবল পূর্ব শত্রুতার জেরে গমগুলো চুরি করে নিয়ে যায়। সাইফুল ইসলাম এবং শরিকের ওই দিন সকালে ৯ টায় বিরোধপূর্ণ জমিতে গিয়ে দেখতে পারেন গম কাটার জন্য অজ্ঞাতনামা ১০-১২ জন বিবাদীদের সহ বে-আইনি জনতায় দলবব্ধ হয়ে লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে রোপনকৃত গম কেটে নিয়ে যায়। এসব গম তাইজুদ্দিন গং চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। বিষয়টি থানায় লিখিত অভিযোগ দিলে সাইফুলকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেয়।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth