এসএসসি ৯৫ এইচ এস সি৯৭ ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

সিএসএম তপন, নীলফামারীঃ
রংপুর বিভাগের এস এস সি ৯৫ এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার বিতরণ শেষে বিএডিসি সেচ ভবনে নির্বাহী প্রকৌশলী হুসেইন মোহাম্মদ আলতাফ এ-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জহুর ( চট্টগ্রাম) বরণ্য অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন মিসেস সুজন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ খালিদ (চট্টগ্রাম) ইলিয়াস মিয়া (টঙ্গী)।
রবিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্রে কর্মসূচি পালন করা হয়। মাগরিবের নামাজ শেষে আলোচনা সভায় মিলিত হয়ে ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রয়াত সাদল ইসলামের পরিবারের সদস্য ও প্রয়াত জিয়াউর রহমান জিয়ার পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও আত্ম নির্ভরশীলতা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। ফাউন্ডেশনের উদ্দেশ্য লক্ষ্য বেগবান করতে উজ্জ্বল আহমেদ ব্রিটেন আহবায়ক ও আজিজুর রহমান আজিজ কে সদস্য সচিব করে ১১ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়াক্রমে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটি গঠন করা হবে। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ৯৫ ব্যাচের সদস্য সচিব ও ফাউন্ডেশনের আজীবন সদস্য আলহাজ্ব আখেরুজ্জামান মানু,এডমিন প্যানেল,গ্রুপ এক্সপার্ট, বিভিন্ন জেলা ও উপজেলার সকল বন্ধুগন, অনুষ্ঠান টি সঞ্চালন করেন ফাউন্ডেশনের আজীবন সদস্য আবতাবুজ্জামান চয়ন।