১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

সদর উপজেলাতে ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি

আমাদের প্রতিদিন
1 month ago
125


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

অল্প খরচে বেশি লাভ তাই রংপুর সদর উপজেলাতে বেড়ে চলছে ভুট্টা চাষ ,চলতি মৌসুমে ১৩৮০হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যা অতীতের যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। কৃষকরা আর্থিকভাবে লাভবান হাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন। পুষ্টিগুণে সমৃদ্ধ ও লাভজনক এ ফসলটি। বিভিন্ন ডেইরি খামারে গো-খাদ্য হিসেবে পুষ্টিকর সাইলেজ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা।  রংপুর সদর উপজেলার, পাঁচ ইউনিয়নের কৃষকরা ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন । সময় ও অর্থ অল্প ব্যয়ে অধিক ফলন পাওয়া যায়। ভুট্টার পাতা গরু খাদ্য হিসেবে বাজারে বিক্রি হচ্ছে ও গাছগুলো জ্বালানি হিসেবে বিক্রি করা যায়। সব মিলে ভুট্টা চাষ অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভজন হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন। রংপুর সদর উপজেলার, ৫ ইউনিয়নের  ভুট্টা ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসিও ফুটেছে। রংপুর সদর উপজেলার (পাঁচ) ইউনিয়নের যত দুর চোখ যায় মাঠ জুরে যেন ভুট্টা চাষের  সমারহ।কৃষকরা ভালো ফসলের আশায় রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই রংপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তারা। প্রাকৃতিক পরিবেশ অনুকুল থাকায় ভুট্টা  বামপার ফলনের সম্ভাবনা রয়েছে। এদিকে  রংপুর সদর উপজেলা  কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। রংপুর সদর উপজেলার, হরিদেবপুর ইউনিয়নের ভুট্টা চাষি  আঃ মাজেদ ও  চন্দনপাট ইউনিয়নের ভুট্টা চাষি আঃ লতিফ বলেন আশা করি এবার ভুট্টা বামপার ফলন হবে। আশা করি এবার ভুট্টা ভালো দামও পাওয়া যাবে ৷ এদিকে কৃষকেরা বলতেছেন তেল, সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়লেও অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে খরচ কম লাগে৷ তাই রংপুর সদর উপজেলাতে বেড়ে চলছে ভুট্টা চাষ৷ ভুট্টা চাষী আব্দুল মাজেদ সাংবাদিককে জানান আমার ভুট্টা খেতে কোন প্রকার রোগ দেখা দিলে আমি রংপুর সদর উপজেলা কৃষি অফিসারে সঙ্গে যোগাযোগ করি এবং তার পরামর্শে আমি কাজ করি৷ রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন কৃষকদের সব সময়  পাশে থেকে পরামর্শ দিয়ে আসতেছি।  কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন কৃষকদে ভুট্টা লাগানো জমিতে পোকা মাকড় দেখা দিলে আমরা সহযোগীতা ও পরামর্শ দেই। এ কারনে অনেকটা রোগ বালাই মুক্ত হওয়ায় বামপার ফসলের আশা করেন কৃষকরা। রংপুর সদর উপজেলার কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন আমরা কৃষকদের বেশি বেশি করে ভুট্টা চাষের তাগিদ দেই, আশা করি এবার ভুট্টা সহ সকল ফসল ভালো দাম পাওয়া যাবে। কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান আরো বলেন আমার সকল কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষানিক যোগাযোগ রাখতেছেন৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth