রংপুর জেলা ওলামা দলের ১১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

আহবায়ক মাজেদী, সদস্য সচিব নুরুন নবী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেছে কেন্দ্রীয় ওলামা দল। এতে মাওলানা মোহা: ইনামুল হক মাজেদীকে আহবায়ক ও মাওলানা মো: নুরুন নবী মিঞাজী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। গত ১৭ মার্চ ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো: সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন ওলামা দল কেন্দ্রীয় সদস্য (দপ্তরের দায়িত্বে) মাওলানা মো: মাসুম বিল্লাহ। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী (সুপার), সদস্য সচিব মাওলানা মো: নুরুন নবী মিঞাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক মাওলানা ইমদাদুল হক, যুগ্ম আহবায়কবৃন্দ হলেন যথাক্রমে, মাও: মাহবুবার রহমান, প্রভাষক মাও: শফিকুল ইসলাম, মাও: আব্দুল মমিন জিহাদী, মাও: শাহজালাল সরকার (সুপার), আলহাজ্ব মাও: আবু তালেব (সুপার), মাও: আবুল কাশেম, মৌলভী মনিরুজ্জামান, মাও: আমজাদ হোসেন (সুপার), উপাধ্যক্ষ মাও: আব্দুল বাকী, মাও: রশিদুল ইসলাম, মাও: ইউনুস আলী ইমন, আলহাজ্ব মোসলেম উদ্দিন, মাও: গোলাম কিবরিয়া, মাও: ওমর ফারুক, মাও: সাইদুল ইসলাম, মাও: এরশাদুল্লাহ, মাও: আনিছুর রহমান, এছাড়াও সদস্যবৃন্দরা হলেন যথাক্রমে, মাও: জেয়ারুল ইসলাম, মাও: হোসেন শহীদ সোহারাওয়াদী (সুপার),হাফেজ মাও: মহিউদ্দিন,সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, মাও: আজিজুল ইসলাম, মাও: রবিউল ইসলাম,প্রভাষক মাও: মোস্তাফিজার রহমান, মাও: মেনহাজুল ইসলাম (সুপার), মাও: নাজির হোসেন, মাও: এএইচএম আশিক মিঞা, মাও: নাজমুল হক, মাও: জমসের আলী, মাও: রফিকুল ইসলাম (সুপার), মাও: আলাল উদ্দিন, মাও: আব্দুস সালাম, মৌলভী ইঞ্জিনিয়ার রহিম উদ্দিন, মাও: ফজলুল হক, ডা. মাও: আব্দুর রহমান, মাও: জাহাঙ্গীর আলম, মাও: এন্তাজ আলী, মাও: হাবিবুল্লাহ, মাও: আশরাফুল ইসলাম, আলহাজ্ব মাও: মফিজার রহমান, মাও: আজিজুল ইসলাম, মাও: আশরাফ আলী, মাও: আজাদুল হক, মাও: রুহুল আমিন (সুপার), মাও: রাশেদুজ্জামান, মাও: মোস্তাফিজুর রহমান, মাও: মোক্তারুল ইসলাম, মাও: আব্দুর রশিদ, মাও: সাজু মিয়া, মাও: মিজানুর রহমান, মাও: এরশাদুন্নবী, মাও: মহিদুল ইসলাম, মাও: লাল মিয়া (সুপার), মৌলভী বায়জিদ ইসলাম, মাও: আব্দুল হামিদ, মাও: রিয়াজুল ইসলাম, মাও: হাসানুর রহমান, সহকারি অধ্যাপক মাও: আব্দুল কাদের, মাও: আজিজুল ইসলাম, মৌলভী মো: বক্কর, হাফেজ মো: মোস্তফা, মাও: হারুন অর রশিদ, মৌলভী রাশেদুল ইসলাম, মাও: আফসার আলী, মৌ. তারিকুল ইসলাম, মৌ. তছলিম উদ্দিন, মাও: ইমদাদুল হক, মৌলভী রহিদুল ইসলাম বাবু, মাও: আনম মোসলেহ উদ্দিন, মৌলভী আরিফুল ইসলাম, মাও: আখেরুজ্জামান সানি, হাফেজ আনোয়ারুল ইসলাম, আলহাজ্ব আনছার আলী, মৌ. রফিকুল ইসলাম, মৌ. সাইদুল ইসলাম, মৌ. শহিদুল ইসলাম, কাজী মাও: ফজলুল হক (সুপার), মৌ. দুলাল মন্ডল, উপাধ্যক্ষ মাও: আতোয়ার রহমান প্রধান, মৌ. ইদ্রিস আলী, মাও: রেজাউল করিম, মাও: আশরাফ আলী, মাও: ফজলুর রহমান, মাও: সিরাজুল ইসলাম, হাফেজ সাদ্দাম হোসেন, মাও: হাফিজার রহমান, মৌ. মাহবুব আলম, মৌ. মিজানুর রহমান, মৌ. আমিনুল ইসলাম, মাও: এনামুল হক, মৌ. আবু মো: জাকারিয়া, মাও: আব্দুল হামিদ মন্ডল, মাও: আমিনুল ইসলাম, হাফেজ মোরছালিন, মৌ. আব্দুর রশিদ, মাও: আরিফুজ্জামান, মাও: সেলিম মন্ডল, মৌ. শরিফুল ইসলাম, মৌ. দুলাল মিয়া, মাও: গোলাম মোস্তফা (সুপার), মাও: জিয়ারুর রহমান, মাও: আব্দুল মতিন, মৌ. ওসমান গণি, মৌ. ইকবাল হোসেন রাঙ্গা, মাও: মমিনুর রহমান, হাফেজ রবিউল ইসলাম প্রধান, মাও: মকছুদুল হক, মৌ. আব্দুর রউফ।