১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রংপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আমাদের প্রতিদিন
1 month ago
127


নিজস্ব প্রতিবেদক:

“তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। আল হাদিস” এই হাদিসকে মনে ধারণ করে রংপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করার দাবিতে মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা একরামুল হকের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদক তুলিন সিকদার, রংপুর সদরের সাধারণ সম্পাদক মাওঃ আনোয়ার হোসেন, পীরগাছার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গঙ্গাচড়ার সভাপতি আফতাবুল, ফিল্ড সুপার ভাইজার গঙ্গাচড়া রেলিজা বেগম, পীরগাছার সুপার ভাইজার মাহমুদার রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সূত্রে জানা যায়, বিগত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ১৯৯৩ সাল হতে চালু হয়ে ৭ম পর্যায় পর্যন্ত গত ৩১-১২-২০২৪ইং পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পাঠদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে, যাহার শিক্ষা কার্যক্রমসহ সকল কার্যক্রম এখন পর্যন্ত চালু রয়েছে যা ইতিমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ ও জননন্দিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার, প্রতিবন্ধীগণ ও যুব সমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, স্বাক্ষরতার হার বৃদ্ধি, সহিহ্ ভাবে পবিত্র কোরআন শিক্ষা পাঠ, বাল্য বিবাহ, মাদক, এবং সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে ও সামাজিক সমস্যাবলী নিরসনে সচেতনতার বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারা দেশে মোট ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর ২৪ লাখ ১৪ হাজার ২০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। উক্ত প্রকল্পের সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী, সমৃদ্ধশালী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই জননন্দিত প্রকল্পটিকে আউটসোর্সিং এর আওতাভূক্ত না করে পবিত্র রমজান মাসের মধ্যে নতুনভাবে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” (৮ম পর্যায়) প্রকল্পটি পাস এবং ঈদুল ফিতরের পূর্বেই সকল জনবলের বকেয়া বেতন পরিশোধ করাসহ প্রকল্পটি স্থায়ীকরণের দাবি জানানো হয়।

প্রেসক্লাবে মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth