বিরলে বিভিন্ন পেশার শ্রমিকদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
শুক্রবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিরল উপজেলা শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বিভিন্ন শ্রেনি পেশার শ্রমিকদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারী সেলিম রেজা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা ও তা’লিমুল কোরআন বিভাগীয় সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি জাকিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী আজমীর হোসাইন। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বিরল উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মুনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।