বিরলে ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং জায়নামাজ বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠিত এবং মসজিদের ইমামগণের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার রবিপুর গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আগামীদিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অন্যঅন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌরছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে ৫ নং বিরল ইউনিয়নের মসজিদ সমূহের ইমামগণের মাঝে জায়নামাজ বিতরণ ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে মুনাজাত করা হয় এবং উপস্থিত সর্বসাধারণের সাথে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করেন প্রধান অতিথিসহঅন্যান্য নেতৃবৃন্দ।