২ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৬ নভেম্বর, ২০২৫ - 16 November, 2025

রংপুরের তারাগঞ্জ থানার বীট পুলিশিং সেবার গতি বেড়েছে

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
7 months ago
263


রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বীট পুলিশিং সেবা গতি আগে চেয়ে অনেক বেড়েছে বললেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম৷ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বীট পুলিশিং সেবার গতি বাড়ানো হয়েছে এবং রাতে পুলিশ টহল বাড়ানো হয়েছে  যাতে রাতে কোনো গ্রাম ও বাজারের দোকানপাট চুরি না হয়৷ তারাগঞ্জ থানা জনসাধারণের জন্য দিন-রাত ২৪ ঘণ্টা সেবার দ্বার উন্মুক্ত রাখার ঘোষণা দেন (ওসি) সাইদুল ইসলাম। তারাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বীট পুলিশের দায়িত্ব প্রাপ্ত একজন করে অফিসার রয়েছে।(ওসি) সাইদুল ইসলাম সাংবাদিককে বলেন তারাগঞ্জ উপজেলাতে বাল্যবিবাহ,নারীনির্যাতন,ইভটিজিং,মাদক,জুয়া,লুডু,মোবাইল ক্যাসিনো,জঙ্গী ও আত্মহত্যা নিরোধ কল্পে সচেতন মুলক প্রচার প্রচারণা চালিয়ে যাইতেছি। জনসাধারণ এখন থানায় এসে নির্ভয়ে মন খুলে তাদের সমস্যার কথা বলুন,কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে কিংবা দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। তারাগঞ্জ থানার  ওসি মোঃ সাইদুল ইসলাম আরো বলেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তারাগঞ্জ বাজারসহ উপজেলা বিভিন্ন হাট বাজার ও গ্রাম এবং মহাসড়কে বিশেষ পুলিশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ যাতে করে কোন চুরি ঘটনা না ঘটে৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth