৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

রংপুরে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
3 weeks ago
92


ভোক্তা অধিকারের অভিযান

রংপুর মহানগরীতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় ও পায়রা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুত, একই ফ্রিজে রান্না ও বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত হোটেল প্যালেসকে সাত হাজার টাকা, গ্রান্ড হোটেল এলাকায় অবস্থিত স্বপ্ন সুপারশপকে এমআরপি বিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির অপরাধে আট হাজার টাকা এবং পায়রা চত্ত্বর এলাকায় অবস্থিত আল মদিনা শো রুমকে অতিরিক্ত দামে কাপড় বিক্রির অপরাধে ৫০ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালযের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: লোকমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth