গঙ্গাচড়ায় গণহত্যা দিবস পালিত

সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার, প্রাণীসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ মোহাম্মদ রোকনউজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি ইউনুস আলী, এনসিপির প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।