১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

1 month ago
139


বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ ২৮ মার্চ, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যদের উপস্থিতিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে আনন্দের ঝলক দেখা যায়। বিশেষ করে নতুন জামা পেয়ে শিশুরা অত্যন্ত খুশি হয়।

এ সময় সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বেরোবিসাসের এই উদ্যোগের ফলে আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ উদযাপন করতে পারবো।"

রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, "ক্যাম্পাসে সবাই যখন বাড়ি চলে গেছে, তখনও সাংবাদিকরা ক্যাম্পাসে থেকে পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। তারা নিজেদের উপার্জন বা সামর্থ্যের মাধ্যমে অন্যের পাশে দাঁড়িয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"

উপাচার্য ড. শওকাত আলী বলেন, "সাংবাদিক সমিতি ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ছোট্ট বাচ্চাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। তারা যে আদর্শ এ বিশ্ববিদ্যালয়ের মাটিতে তুলে ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এরকম দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির কথা তুলে ধরবে। আমরা তাদের এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানাই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth