১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

পীরগঞ্জের বারুন্নী মেলায় জুয়াড়িদের থাবা

3 weeks ago
72


পীরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের ১১ নং পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর পালশার মেলায় দিবালোক জুয়ার বোর্ড বসে এলাকাবাসীর অভিযোগ। উক্ত পাঁচগাছি ইউনিয়নের বিট পুলিশ এর এস আই হরিদাস বর্মন কে বস করে শুক্রবার বিকালে অই মেলায় জুয়াড়িরা খেলায় মেথেওঠে। বারুন্নী মেলা ঘেঁষে দিঘীর পাড়ে এক ডজন জুয়ার আসর বসলে সেখানে খেলোয়াড়দের ভীড় জমে। মেলার আসা লোকজন জানান পুলিশ দুপুর থেকে জুয়াড়িদের কে ধাওয়া করে। বিকালে জুয়াড়ীদের কাছ থেকে নগদ টাকা নিয়ে খেলার অনুমতি দিয়ে পুলিশ মেলা থেকে সরিয়ে যায়। এর পর থেকে জুয়াড়িরা বেপরোয়া হয়ে জুয়া খেলায় মেথেউঠে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth