খলেয়া হাজীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার, ৫নং খলেয়া ইউনিয়নের,৫নং ওয়ার্ডের উত্তর খলেয়া হাজীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।গত ২৮/৩/২৫ শুক্রবার দুপুর দুই ঘটিকায় দিকে ৫নং খলেয়া ইউনিয়নের,৫নং ওয়ার্ডের উত্তর খলেয়া হাজীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মোছাঃ হাছিনা বানু (৫৮),ছেলে মোঃ হাছানুর রহমান ও ছেলের স্ত্রী সূযিনা বেগম , সাং উত্তর খলেয়া হাজীপাড়া , থানা গংগাচড়া, জেলা রংপুর। থানা অভিযোগ সূত্রে জানা যায়, ২৮/৩/২৫ শুক্রবার দুপুর দুই ঘটিকায় দিকে ৫নং খলেয়া ইউনিয়নের,৫ নং ওয়ার্ডের উত্তর খলেয়া হাজীপাড়ায় দুপুর দুই ঘটিকায় দিকে বিবাদীগণ আমার বাড়ির সামনে কাঁচা রাস্তায় আসিয়া দলিল দেখতে চায় এবং আমাদেরকে সেখান হইতে বাড়ি ঘর সরাইয়া নেওয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা ধরণের হুমকি দেয়। এক পর্যায়ে বিবাদীরা ১৷ নুরু মিয়া (৪৫),পিতা- মৃত শমসের আলী৷ ২৷ ফজলু হক (৬০), পিতা- মৃত আহমত ৷ ৩৷ ফারুক মিয়া (২৩) পিতা- নুরু মিয়া৷ ৪৷ মোছাঃ আমেনা বেগম (৫৫), স্বামী মোঃ ফজলু হক৷ ৫৷ মোছাঃ ফরিদা বেগম(৪১), স্বামী নুরু মিয়া৷ ৬৷ মনজুরুল হক(২৫),পিতা- আনছার আলী৷ ৭৷ আলী৷ ৭৷মোছাঃ রিনা বেগম (২০), স্বামী মোঃ মঞ্জুরুল হক৷ ৮৷ মোছাঃ মজুরী বেগম(৪৫), স্বামী আনছার আলী সর্ব সাং উত্তর খলেয়া হাজীপাড়া , থানা গংগাচড়া, জেলা রংপুর, সবাই মিলে আমাকে ও আমার ছেলে ও আমার ছেলের বউকে তারা লাঠি-সোটা নিয়া আমাদের উপর চড়াও হইয়া এলোপাতাড়িভাবে কিল ও মার ডাং করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা জখম করে। বিবাদীগণ উহাতেও ক্ষান্ত না হইয়া আমার বসত বাড়ির টিনের বেড়া-টাটি এবং দেয়াল ভাঙচুর করিয়া অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে। হাছিনা বানু সাংবাদিকে বলেন এ জমিটি আমি ও আমার পুত্র- মোঃ হাছানুর রহমান আমার স্বামীর নিকট হইতে হেবার ঘোষণাপত্র দলিলমূলে প্রাপ্ত হইলে বাড়ি ঘর নির্মাণ এবং দীর্ঘদিন যাবত চাষাবাদ করিয়া আসিতেছি। এক পর্যায়ে বিবাদীগণ সংখ্যাগরিষ্ঠ ও স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাহারা বিভিন্ন সময় গায়ের জোরে উক্ত জমি জবরদখলের সুযোগ খুঁজিয়া আসিতে থাকিলে আমি উক্ত বিষয়ে বিবাদীগণের বিরুদ্ধে বিজ্ঞ সহকারী জজ আদালত, রংপুরে অন্য মোকদ্দমা নং- ১৭২/২০১৭ দায়ের করি। যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। তার ছেলে মোঃ হাছানুর রহমান বলেন আমার মাকে গুরুতর আহতদের কারণে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি এখন পযর্ন্ত চিকিৎসাধীন রয়েছে। গংগাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বাদী হাছিনা বানু প্রশাসনের কাছে মারপিটের বিচারের দাবি জানান।(ছবি আছে)