গঙ্গাচড়ায় তিস্তায় গোসলে নেমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় কয়েকজন বন্ধু একসঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নেমে মোশফেকুর রহমান মাহিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা দুইটার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। মোশফেকুর রহমান ফাহিম উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের
লুৎফর রহমানের ছেলে। সে চেংমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন , সোমবার বেলা দুইটার দিকে ফাহিম তার বন্ধুদের সঙ্গে তিস্তা নদীর মহিপুর ব্রিজের নিচে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ফাহিম পানিতে ডুবে যায়।
এ সময় তার বন্ধুরাসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করে গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।