১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

তিস্তা নদী থেকে নিখোঁজের পর সুমাইয়ার মৃত্যুদেহ উদ্ধার

2 weeks ago
181


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে শিশু সুমা্ইয়ার মৃতদেহ উদ্ধার করেছে ডিমলা ফায়ার সার্ভিস এর একটি দল। ঘটনাটি ঘটেছে পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামে। উদ্ধার হওয়া শিশুটি আলমগীর হোসেনের কন্যা সুমাইয়া আক্তার (৬)।  এলাকায়বাসি ও পরিবার সূত্রে জানা যায়,গত সোমবার (৭ই এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে সুমাইয়া কে নিয়ে বাবা আলমগীর পার্শ্ববর্তী তিস্তা নদীতে মাছ ধরতে যায়।  সুমাইয়া তিস্তা নদীতে পড়ে নিখোঁজ হয় । তিস্তা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বাবা আলমগীর হোসেন নির্বাক।  তাৎক্ষণিক এলাকাবাসীর সহ আত্মীয়-স্বজন  নদীর আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে (৮ ই এপ্রিল) মঙ্গলবার সকালে ডিমলা ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দেয়। ডিমলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমাইয়াকে বিভিন্ন স্থানে  খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১২ ঘটিকার সময় ঘটনাস্থলের কিছু দূরে শিশু সুমা্ইয়ার মৃত দেহ উদ্ধার করেন। শিশু সুমাইয়ার মৃত্যুতে পরিবার সহ এলাকাবাসী, আত্মীয়-স্বজন মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth