৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

ফলাফলে উৎসাহ জোগাতে পরীক্ষার্থীদের বাড়িতে ইউএনও রুবেল রানা

1 week ago
144


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে এস এস সি ও দাখিল পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিয়ে শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। বুধবার (৯ এপ্রিল ) উপজেলার কুর্শা ও আলমপুর ইউনিয়নের গ্রামে গিয়ে এস এস সি ও দাখিল পরীক্ষার্থী তাসফিয়া আক্তার, রায়হান, মোসফিকুর, লিজা আক্তার, রোকসেনা পারভিনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে শিক্ষা উপকরণ তুলে দেন। অভিভাবকরা জানান, এর পূর্বের কোন উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের বাড়িতে এসে মনোবল বাড়ানোসহ উপহার উপকরণ প্রদান করেননি। উপজেলা নিবার্হী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

ডশক্ষার জন্য নিবেদিত এ প্রশাসনিক কর্মকর্তা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে নিজের দায়িত্ববোধ থেকে ছুটে চলছেন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। উপজেলায় শতভাগ পাশের হার অর্জনের লক্ষ্যে এবং পরীক্ষার্থীদের ভাল ফলাফলে উৎসাহ, মনোবল বৃদ্ধিতে ৮ ও ৯ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছেন ইউএনও। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার হিসাবে প্রদান করেন। এমন ব্যতিক্রমি উদ্যোগে অভিভাবক, শিক্ষার্থীসহ সোশাল মিডিয়ায় প্রশাংসায় ভাসছেন ইউএনও। পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইউএনও রুবেল রানা তাদের সাথে কথা বলেন, তাদের পরীক্ষার প্রস্তুতির খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দশনা প্রদান করেন। তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন কিভাবে সন্তানদের আরও ভালভাবে পড়াশোনায় মনোযোগী করা যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহিনুর ইসলামসহ স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজের এস এস সি পরীক্ষার্থী ফারহানা আক্তার বলেন, ইউএনও স্যার আমাদের বাড়িতে আসবেন স্বপ্নেও ভাবিনি। তিনি আমার পরিবারের ও আমার লেখাপড়ার খোঁজ খবর নিয়েছেন। আমি আনন্দিত। স্যারের এই আসা আমার জধবনেভালো কিছু করার প্রেরণা জোগাবে। তারাগঞ্জ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সোলেমান হোসেন জানান, ইউএনও স্যারের উপহার ও উৎসাহে আমি অনেক অনুপ্রানিত হয়েছি। জোলেখা খাতুন নামের এক অভিভাবক বরেণ, এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।

উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, আমরা শুধু প্রশাসনিক দাযিত্ব পালন করছি না। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth