৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

তারাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ সুপার

1 week ago
49


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

তারাগঞ্জ হাইওয়ে থানা (বাৎসরিক) পরিদর্শন করেছেন রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম৷গতকাল সকালে তারাগঞ্জ হাইওয়ে থানা  পরিদর্শনে আসলে শুরুতেই তারাগঞ্জ হাইওয়ে  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান  পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সালাম প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান। রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম থানার বিভিন্ন ইউনিট ঘুরে ফিরে দেখেন ও সকল অফিসারদের খোঁজ-খবর নেন। হাইওয়ে পুলিশ সুপার তারাগঞ্জ হাইওয়ে  থানা পরিদর্শনকালে বলেন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এবার যানজট খুবই কম ছিল মানুষজন শান্তি ভাবে তাদের গন্তব্যে পৌঁছে ঈদ করতে পেরেছে৷ এ সময় (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন আমরা পুলিশ সুপার নির্দেশে  তারাগঞ্জ হাইওয়ে পুলিশের কড়া নজরদারির মধ্যে দিয়ে এবার ঈদুল ফিতরের ছুটির পর রংপুর বিভাগের মানুষ রংপুর - সৈয়দপুর মহাসড়ক দিয়ে নিরাপদে রাজধানীতে ফিরছেন ও কমে গেছে অনেকটা দুর্ঘটনা৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth