১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন

2 weeks ago
77


কুড়িগ্রাম প্রতিনিধি:  

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপী গণ

আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা

গণ আন্দোলন কর্মসূচি পালন করেছে। শুক্রবার বাদ জুম্মা কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে গণ আন্দোলন কর্মসূচি শুরু হয়।

সমবেত ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

ঘোষপাড়ায় মুক্তিযোদ্ধা ফলকের কাছে সমাপ্ত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কুড়িগ্রাম

জেলা শাখার সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধের কোনো নিয়ম নীতি না মেনে ফিলিস্তিনে মুসলমান ভাইবোনদের উপর

অন্যায়ভাবে বোমাবর্ষণ করে গণহত্যা চালাচ্ছে ইহুদি রাস্ট্র ইসরাইল। বিশ্বের মুসলিম জনতা এর

প্রতিবাদ জানায়। তেমনি বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের মানুষ হিসেবে বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবির এ ধরণের বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জানাচ্ছে।

অন্যদিকে বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা ফিলিস্তিনে নৃশংস

গণহত্যা ও হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাপ্ত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth