১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

পীরগঞ্জে হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের স্কুলব্যাগ বিতরণ

1 week ago
52


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীরা স্কুল ব্যাগ পুরস্কার পেয়ে খুশি আনন্দিত।  সোমবার বিকেলে পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর পৃষ্ঠপোষকতায় কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রসা মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রশিক্ষন শেষে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়েছে।

কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত সুপার) সামছুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলার অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবরা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত মন্ডল, কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আনিছুল আবেদীন, মিঠিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ মুসা মিয়া প্রমুখ।

এতে দেড় শতাধিক শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ দেয়া হয়। পুরষ্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পৃষ্ঠপোষক রংপুর-৬ পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত একাধিক শিক্ষার্থীর অভিভাবক এই প্রতিযোগিতা অব্যহত রাখার জন্য পৃষ্ঠপোষকের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth