৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

গাইবান্ধায় সাবেক সংসদ সদস্য সারওয়ার কবীর কারাগারে

1 day ago
16


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারওয়ার কবীরকে বুধবার বিকেলে কোটে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর জেলা শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তার বড় বোনের বাসা থেকে পুলিশ গ্রেফতার করে।

জানা গেছে, গত ৫ আগস্টের পর এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সেই মামলা দুটির এজাহারভুক্ত আসামি।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth