কোলকোন্দ ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির উপকারভোগী নির্বাচনে লটারী অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর উপকারভোগী নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৩শ ১৮ জন শ্রমিক নির্বাচিত করা হয়। কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মিজানুর রহমান, হুমায়ুন কবির লাল, ইউপি সচিব আব্দুর রাজ্জাকসহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।