২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

বিএডিসি’র চুক্তিভিত্তিক আলু বীজ চাষীদের বীজ আলুর মুল্য কম নির্ধারন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

7 months ago
389


বিএডিসি’র চুক্তিভিত্তিক আলু বীজ চাষীদের আয়োজনে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে ২৪ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চুক্তি ভিত্তিক কৃষক জিয়া হায়দার। বক্তব্যের তিনি বলেন, গতবছর যে বীজের মুল্য নির্ধারিত ছিল তার তুলনায় এবছরে প্রতিকেজি ৮ টাকা কম মুল্য নির্ধারন করা হয়েছে। যার ফলে কৃষকদের উৎপাদন খরচ উঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই কৃষকরা উচ্চ মুল্য না হলেও গত বছরের সমান মুল্য রাখার দাবি জানান। নতুবা কম মুল্যে বীজ উৎপাদন করা হলে গুনগত মান কমে যাওযার কারনে সারাদেশেই তার প্রভাব পড়বে, ফলে কৃষিখাত হুমকির মুখে পড়বে। গত বছর গ্রেড ভেদে আলু বীজের মূল্য ছিল ৩৩ থেকে ৩৫ টাকা । এবছর মুল্য নির্ধারন করা হয়েছে প্রতি কেজিতে ২৬ থেকে ২৮ টাকা। বর্তমান সময়ে কৃষকের বীজ উৎপাদন করতে একর প্রতি খরচ হয় ৩০ টাকা। ঐ আলু বীজ বিএডিসি’র কাছে দিতে হবে গ্রেড ভেদে ২৬ থেকে ২৮ টাকা ফলে কৃষক মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আলু বীজের মুল্য পূর্ন নির্ধারনের দাবি করেন কৃষকরা ।

সংবাদ সম্মলনে আরো জানানো হয় যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয় তবে সড়ক অবরোধ সহ কঠোর তর আন্দোলনের হুশিযারি দেন তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষক বেলাল আহমেদ, শেখ সাদি,তারেক,আশরাফুল ইসলাম,রিফাত, কফিল খান সহ অন্যান্নরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth