৩০ কার্তিক, ১৪৩২ - ১৪ নভেম্বর, ২০২৫ - 14 November, 2025

ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

6 months ago
170


ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধ বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই বৃদ্ধার নাম করিমন বেওয়া (৯০)। সোমবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি কালাচান মোড়ের উত্তরে রাস্তা পার হচ্ছিলেন। সেই মুহূর্তে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক অটো চালককে সনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth