২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

পীরগঞ্জে আমার প্রতিজ্ঞা দিবস পালিত

7 months ago
200


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমার প্রতিজ্ঞা দিবস পালিত হয়েছে।  সোমবার বিকেলে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে অফিস হলরুমে এই দিবস হয়।

গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সুর্য্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, ঢহরা কম্পেশনের ম্যানেজার রুবেন সরকার, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, সিডিসি কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার রায়, শিশু পরিষদ সভাপতি পূজা রানী প্রমুখ।

আলোচনা শেষে শিশু পরিষদ সভাপতি পূজা রানী সকল শিক্ষার্থীদের প্রতিজ্ঞা সমূহ পাঠ করান। প্রতিজ্ঞা সমূহ হচ্ছে : আমি স্কুলে অনুপস্থিত থাকব না, আমি মন দিয়ে লেখাপড়া করব,আমি শিশুশ্রমে অংশগ্রহণ করব না, আমি বাল্য বিবাহ করব না, অসাধু কাজে জড়াবো না, আমি নিজের এবং অন্যের জীবনকে কখনই ঝুঁকিতে ফেলব না।

শেষে চিত্রাঙ্গন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth